• ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে মহান স্বাধীনতা উপলক্ষ্যে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৬, ২০২১
সুনামগঞ্জে মহান স্বাধীনতা উপলক্ষ্যে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ: : ২১ মার্চ  সন্ধ্যা ৭ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ এর হাসনরাজা মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষ্য “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন,  এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন  মোঃ মিজানুর রহমান, বিপিএম, পুলিশ সুপার, ,  মোঃ শামস উদ্দিন, সিভিল সার্জন, , ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগ, , এ্যাডভোকেট শফিকুল আলম, সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ,  হাজী নুরুল মোমেন, সাবেক জেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ,  এ্যাডভোকেট মোঃ শামছুল আবেদীন, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, , এ্যাডভোকেট আলী আমজদ বীর মুক্তিযোদ্ধা,  মোঃ লতিফুর রহমান রাজু, সভাপতি, রিপোর্টার্স ইউনিটি,  প্রমুখ।

আলোচনা সভা শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্য আয়োজিত চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।