• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবী – ডঃ জাফর উল্লাহ চৌধুরী

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৩, ২০২১
সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবী – ডঃ জাফর উল্লাহ চৌধুরী
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রবীণ রাজনীতিবিদ ডঃ জাফর উল্লাহ চৌধুরী বলেছেন শাল্লার নোয়াগাও গ্রামের হিন্দুদের উপর হামলার ঘটনার তদন্ত রিপোর্ট সাত দিনের মধ্যে পেশ করে শাস্তির আওতায় আনার দাবী জানান।  সবচেয়ে বড় ব্যর্থতা প্রশাসনের কারণ তারা আগে কোন ব্যবস্থা নেয়নি। মসজিদের মাইক, চেয়ারম্যানের বাড়ির মাইক ব্যবহার করে আক্রমণের ঘোষনা দেয়া জঘন্য কাজ।
২৩ মার্চ শাল্লার নোয়াগাও গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ঘর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন নাগরিক আন্দোলনের আহ্বায়ক জুনায়েদ সাকী, সিলেট জেলা আইন জীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ ইউ শাহীন ।