• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লার নোয়াগাঁও গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৩, ২০২১
শাল্লার নোয়াগাঁও গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান
লতিফুর রহমান রাজু,  সুনামগঞ্জ: ২৩ মার্চ সকাল ১১ টায়  সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে গত ১৭ মার্চ হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারসমূহকে  প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তাদের হাতে তোলে দেন জেলা প্রশাসক,  মো: জাহাঙ্গীর হোসেন। এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী;  উপজেলা পরিষদ চেয়ারম্যান  চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার  সাহেব আলী পাঠান, উপজেলা নির্বাহী অফিসার, শাল্লা  আল-মুক্তাদির হোসেন, হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। এসময় জেলা প্রশাসক  ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের সাথে কথা বলেন এবং তাদেরকে আইনী সহায়তাসহ সরকারী সকল ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা জেলা প্রশাসন, সুনামগঞ্জের মাধ্যমে হামলায় ক্ষতিগ্রস্থ ৯০টি পরিবারের মধ্যে ৫৫০০/- টাকা ও ১টি পরিবারকে ৫০০০/- করে মোট নগদ ৫,০০,০০০/- টাকা এবং ৫০টি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন এবং ৩০০০/- টাকা করে মোট ১,৫০,০০০/- টাকা প্রদান করা হয়। এর পূর্বে গত ১৯/০৩/২০২১ তারিখে ক্ষতিগ্রস্ত ৩৭টি পরিবারকে পরিবার প্রতি ৫০০০/- নগদ টাকা, ৫৩ টি পরিবারকে পরিবার প্রতি নগদ ৩০০০/- টাকাসহ মোট ৩,৪৪,০০০/- টাকা নগদ, ক্ষতিগ্রস্ত ২টি সার্বজনীন এবং ৫টি ব্যক্তিগত পুজা মন্ডপে ১টন করে মোট ৮ টন জি.আর চাল এবং ৩২টি পরিবারকে ১ বান্ডিল ঢেউ টিন এবং নগদ ৩০০০/- টাকা করে প্রদান করা হয়। ইতিমধ্যে হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সর্বমোট নগদ ১০,৯০,০০০/- টাকা, ৮২ বান্ডিল ঢেউটিন এবং ৮ মে.টন চাল বিতরণ করা হয়েছে। উক্ত ঘটনায় ২টি মামলা হয়েছে এবং ৩৩ জনকে আটক করা হয়েছে। ঘটিনায় দোষী সকলকে আটকসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও র‌্যাব এলাকায় মোতায়েন করা রয়েছে।