প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ। তিনি বলেন, প্রবাসী পরিবারের ছয় সদস্য প্রাপ্তবয়স্ক থাকায় তাঁদের জরিমানার আওতায় আনা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক তিনজনকে জরিমানা করা হয়নি। জরিমানার অর্থ পরিশোধের পর তাঁদের আবার বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ১৫২ জন যাত্রীর মধ্যে এক পরিবারের এই ৯ সদস্যও ছিলেন। তাঁদের মধ্যে ১৪৭ জনকে সিলেটের নির্ধারিত হোটেলগুলোতে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়। এ ছাড়া পাঁচজনকে হোম কোয়ারেন্টিনের জন্য পাঠানো হয়। বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় এক পরিবারের ৯ সদস্য গতকাল রোববার উধাও হয়ে যান। পরে তাঁদের খোঁজাখুঁজি করে অবস্থান শনাক্ত করে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে তাঁদের কোয়ারেন্টিনে ফিরিয়ে আনা হয়।
পুলিশ ওই প্রবাসী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানায়, তাঁরা হোটেল থেকে বের হয়ে সিলেটের জকিগঞ্জে অসুস্থ এক স্বজনকে দেখতে গিয়েছিলেন। পরে সিলেটে কোয়ারেন্টিন ভেঙে বাইরে বের হওয়ার খবর জানাজানি হলে পুলিশের তৎপরতার মুখে তাঁরা হোটেলে ফেরেন। গতকাল রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে জরিমানা করেন। সুত্র প্রথমআলো