• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের ডিপ্লোম কৃষিবিদ আব্দুল হামিদকে মাদার তেরেসা পদক প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২০, ২০২১
সুনামগঞ্জের ডিপ্লোম কৃষিবিদ আব্দুল হামিদকে মাদার তেরেসা পদক প্রদান

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও ডিপ্লোমা কৃষিবিদ ইন্সট্রিটিউশন সিলেট বিভাগীয় সহ সভাপতি কৃষিবিদ আব্দুল হামিদ বিষ মুক্ত শাক সবজি উৎপাদনে অবদান রাখায় ও বিগত দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশকে খাদ্যে উৎপাদনে সয়ংসম্পূর্ন করার লক্ষ্যে পতিত জমি কাজে লাগিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে কৃষি ও কৃষকদের ফসলের মাঠে পরামর্শ দিয়ে ফসল উৎপাদনে সফলতা অর্জন করায় জাগো বাংলাদেশ যুব ফেডারেশন কৃষিবিদ আব্দুল হামিদকে খুজে বের করে ফেডারেশনের জুড়ি বোর্ডের সিদ্ধান্তনুযায়ী তাকে মাদার তেরেসা পদক প্রদান করতে সিদ্ধান্ত নেয়। গত শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার কেন্দ্রীয় কচিকাচা মিলনায়তনে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও মুজিব শর্তবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মুর্শেদ। অনুষ্টানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএস মুজিবুর রহমান মাদার তেরেসা পদক তুলে দেন ডিপ্লোমা কৃষিবিদ আব্দুল হামিদের হাতে। উলে­খ্য দেশের নানা পেশায় সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফলতার স্বীকৃতি স্বরুপ নিজ উদ্যোগে পদক দিয়ে থাকে জাগো বাংলাদেশ যুব ফেডারেশন ।