• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্বাধীন মেম্বার যুবলীগের কেউ নয় সংবাদ সম্মেলন করে জানাল সুনামগঞ্জ যুব লীগ

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২০, ২০২১
স্বাধীন মেম্বার যুবলীগের কেউ নয় সংবাদ সম্মেলন করে জানাল সুনামগঞ্জ যুব লীগ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লার নোয়াগাও গ্রামের হিন্দুদের উপর হামলার ঘটনার প্রধান অভিযুক্ত শহীদুল ইসলাম স্বাধীন মেম্বার কে বিভিন্ন মিডিয়ার সংবাদে ওয়ার্ড যুবলীগের সভাপতি বলা হচ্ছে। তাই সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শনিবার দুপুরে রমিজ বিপনীস্হ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয় ২০০৭ সালের পর থেকে দিরাই ও শাল্লা উপজেলা যুবলীগের কোন কমিটি নেই।  প্রকৃত পক্ষে ঐ ব্যক্তি যুবলীগের কোন ইউনিটের সাথে যুক্ত ছিল না। যুব লীগ একটি আদর্শিক মানবিক ও সুশৃংখল সংগন কোন তথ্য প্রমাণ ছাড়া মনগড়া সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে  ভার্চুয়ালী বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা  যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল,  লিখিত বক্তব্য রাখেন      সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ ।উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সিতেষ তালুকদার মঞ্জু,ফায়সাল চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি দিপংকর কান্তি দে, অরিন্দম মৈত্র,শাফায়াত জামিল, প্রমুখ।