ছাতক প্রতিনিধি: ছাতকে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নোয়ারাই, ভাতগাঁও ও সিংচাপইড় ইউনিয়নে আসন্ন ১১ এপ্রিল অনুষ্টিতব্য নির্বাচনকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীসহ, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও মেম্বার পদপ্রার্থীরা। জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ না করলেও এখানে আওয়ামীলীগের প্রার্থী হিসেব উপজেলার নোয়ারাই ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ভাতগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন ও সিংচাপইড় ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শাহাবউদ্দিন সাহেলকে প্রার্থী চূড়ান্ত করেছে দলীয় মনোনয়ন বোর্ড।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সামছুর রহমান বুধবার সকালে তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। দুপুরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমানের কাছে নিজ মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। মনোনয়ন পত্র দাখিলের সময় তার সাথে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর লাল, বীর মুক্তিযোদ্ধা আলতাব আলী, বীর মুক্তিযোদ্ধা নূর মিয়া, আরকুম আলী, মানিক মিয়া, আব্দুর রউফ, মঈনুল হক, খালেদ আহমদ, বাবুল মিয়া, আহমদ আলী, ফজলুল হক সুমন, আলমাছ আলী, লায়েক মিয়া সহ ইউনিয়নের কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বুধবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়েজুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছন নোয়ারাই ইউনিয়ন নির্বাচনে অপর চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন। মনোনয়ন পত্র জমা দান কালে তার সাথে ছিলেন, আবুল কালাম চৌধুরী রোমান, আব্দুর রহিম, আসাদ মিয়া, আতিকুর রহমান, ফয়েজ আহমদ। ছাতক মধ্য বাজার ব্যবসায়ী পরিষদের সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, ফয়েজুর রহমান, শাহ নেওয়াজ শাইরাজ, আনোয়ারুল হক লালু, ফয়েজ আহমদ ভুট্টু, সুলেমান আহমদ, সাদিকুর রহমান, জালু মিয়া, জহিরুল হক, আমিন উদ্দিন, নাজমুল ইসলাম, নসর মিয়া, জাহাঙ্গীর আলম, দুদু মিয়া, যুবলীগ নেতা খয়ের আহমদ টুটুল প্রমূখ। মনোনয়ন পত্র জমাদানের পর চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর মূর্যালে পুস্পস্তবক অর্পন করেন এলাকার মুরব্বীগন।
অপরদিকে, নোয়ারাই ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মছব্বির আলী তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। এসময় ২নং ওয়ার্ডের উস্তার আলী, আছমান আলী, আশরাফ আলী, মনির মিয়া, আবুল হোসেন, তোফায়েল খান, সোহেল আহমদ, রবিউল হোসেন, রাসেল আহমদ, ফিরোজ আলী, সিরাজ উদ্দিন, আব্দুল কাইয়ুম, আব্দুল খালিক, সমুজ আলী, ফখর উদ্দীন খান, আমির হোসেন, আসরব আলী সহ ওয়ার্ডের ১১ গ্রামের মুরব্বি ও যুবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গতমঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইফুদ্দিনের কাছে মনোনয়ন পত্র জমা দেন নোয়ারাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী। এসময়, মনোনয়ন জমাদান কালে উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বী মর্তুজ আলী, মুক্তার খান, পীর তাজুদ মিয়া, খালিক মিয়া, কামাল হোসেন, পীর আব্দুল অদুদ, সফিক আলী, সরাফত আলী, সরাফত আলী, ফছয়ল আহমদ, ফজলুল হক বতাই, সমছুল হক, আজর আলী, রসিদ আলী, মছদ আলী, সিারজ মিয়া, রসিদ আলী, কেরামত আলী, বুরহান মিয়া, আরজ মিয়া, গীতিকার সাহেব আলী, আদনান কাওসার, রাজ্জাক প্রমুখ।
উলেখ্য উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৯ মার্চ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ ভোট গ্রহন ১১ এপ্রিল।