• ২৭শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আওয়ামীলীগ উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাসী:এমপি মানিক

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৯, ২০২১
আওয়ামীলীগ উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাসী:এমপি মানিক

 

ছাতক প্রতিনিধি: ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আওয়ামীলীগ সবসময়ই উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাসী। শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শেখ হাসিনা সরকার দেশে ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছেন। দেশের সকল এলাকায় দৃষ্টিনন্দন স্কুল, কলেজ, মাদ্রাসার ভবন নির্মিত হচ্ছে। এতে শিক্ষার মান উন্নয়ন হচ্ছে। ছাতক-দোয়ারার বিভিন্ন এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মিত হয়েছে। উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে। মঙ্গলবার ছাতকে কালারুকা ইউনিয়নের করছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বি-তল বিশিষ্ট ভবনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম মিয়া, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, রফিকুল ইসলাম কিরন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মখলিছুর রহমান। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল মেম্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ছটক মিয়া, সদস্য শফিকুল ইসলাম, আখল মিয়া, জসিম উদ্দিন, নুরজাহান বেগম, রুশানা বেগম, ফিরোজ আলী, মারজানা আক্তার শিক্ষিকা ফাতেমা আক্তার সুমি, যুবলীগ নেতা জাহেদ চৌধুরী, শামিম আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু তাহের, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।