• ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

অভিনেতা শাহীন আলম আর নেই

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৮, ২০২১
অভিনেতা শাহীন আলম আর নেই

বিনোদন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…রাজিউন)। আজ সোমবার (৮ মার্চ) রাত ১০:০৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ফেসবুক স্ট্যাটাসে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। চিত্রনায়ক ওমর সানী তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মধ্যে দিয়ে চলচ্চিত্রে কাজের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। ১৯৯১ সালে ছবিটি মুক্তি পায়। এরপর আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি। পরবর্তীতে চলচ্চিত্রে অশ্লীলতার সময় অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেতা। চলচ্চিত্র ছেড়ে ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।