সিলেট প্রতিনিধিঃ ফুটপাতে মিললো বস্তাভর্তি জাতীয় পরিচয়পত্র
সিলেট নগরীর খাসদবির এলাকা থেকে বস্তাভর্তি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে ওই এলকার ফুটপাতে কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা বস্তাগুলো খুলেন। এ সময় একটি বস্তায় জাতায় পরিচয়পত্র দেখতে পেয়ে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এগুলো জব্দ করে নিয়ে যায়।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, রাত ২ টার দিকে বাসায় ফেরার পথে ফুটপাতের উপর ৩টি বস্তা পড়ে থাকতে দেখতে আমরা কয়েকজন বস্তাগুলো খুলে দেখি দুইটি বস্তায় কিছু কাপড় আর একটি বস্তা ভর্তি জাতীয় পরিচয়পত্র। পরে বিমানবন্দর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে জাতীয় পরিচয়পত্রগুলো নিয়ে যায়।
বিমানবন্দর থানার আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি একটি বস্তার ভেতর অনেকগুলো জাতীয় পরিচয়পত্র রয়েছে। পরে তা জব্দ করে নিয়ে আসি।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে স্মার্ট কার্ড পাওয়া সময় আগের কার্ডগুলো জমা দিতে হয়। হয়ত এসব কার্ড ভর্তি বস্তা কেউ চুরি করে নিয়ে এসে এখানে ফেলে গেছে।
এ বিষয়ে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদেরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সুত্র বিডিটুডে।