• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে অনলাইন প্রেসক্লাবের সাব-কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৩, ২০২১
ছাতকে অনলাইন প্রেসক্লাবের সাব-কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

ছাতক প্রতিনিধি:ছাতক অনলাইন প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট সাব-কমিটির ৪ ঘন্টা ব্যাপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিল্প নগরী ছাতকে অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ৩ মার্চ বুধবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সাব-কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের জমাকৃত সিভি পর্যালোচনা করে চূড়ান্ত করার জন্য। সদস্য সচিব তানভীর অাহমদ জাকির এর সভাপতিত্বে ও সাব-কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী শাওন, এম শাহিন অাহমেদ এর ৪ ঘন্টা ব্যাপী সিভি ও অনলাইন পত্রিকার প্রেসকার্ড সহ প্রেসক্লাব সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়ে অালোচনা করা হয়েছে। চলতি মাসেই ছাতক অনলাইন প্রেসক্লাবের একটি স্বচ্ছ ও সুন্দর এবং নিরপেক্ষ পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে মনে করেন সাব-কমিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী ছাতক অনলাইন প্রেসক্লাবের অাহবায়ক মোঃ মোশাররফ হোসেন ও সদস্য সচিব তানভীর অাহমদ জাকির এর পরামর্শক্রমে সদস্য সচিবকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট সাব-কমিটি করা হয়েছিল।