লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য ব্যাপক উৎসাহ দিচ্ছে, প্রচুর বরাদ্দ দিচ্ছে। তাই আমাদের সবারই উচিত যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। বিদ্যালয়ের ঝরে পড়া রোদ করতে হবে।
১ মার্চ সুনামগঞ্জ জেলা প্রশাসন ও উপানুষ্টানিক শিক্ষা ব্যুরো আয়োজিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্ম শালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম,জেলা পরিষদের প্রধান নির্বহী সৈয়দা শামসাদ বেগম উপানুষ্টানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক খলিলুর রহমান, নির্বাহী পরিচালক রওনকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহিম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে,শিলা রায়, সুনামগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক জামশেদ আলী,সহকারী কমিশনার শাহরিয়ার আশরাফ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফয়জুর রহমান, সরকারী সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মশহুদ চৌধুরী,জেলা পরিষদের সদস্য ফৌজিআরা শাম্মী প্রমুখ।