বিবিএন নিউজ ডেস্ক : স্কটিশ লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন আনাস সারওয়ার। ব্রিটিশ রাজনীতিতে মূলধারার কোনো রাজনৈতিক দলের অশ্বেতাঙ্গ নেতা হিসেবে আনাস সারওয়ার ৫৭ দশমিক ৬ শতাংশ ভোটে স্কটিশ লেবার পার্টির নেতা নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মনিকা লেনন পান ৪২ দশমিক ৪ শতাংশ ভোট।
সাবেক নেতা রিচার্ড লিওনার্দের স্থলাভিষিক্ত হবেন আনাস সারওয়ার। জানুয়ারীর ১৪ জানুয়ারী পদত্যাগ করেন তিনি।

নতুন নেতা আনাস সারওয়ারের নেতৃত্বে আগামী ৬ই মে’র স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে অংশ নিবে লেবার পার্টি। গ্লাসগো সেন্ট্রাল আসনের স্কটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এই আসনে ১৯৯৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এমপি ছিলেন আনাস সারওয়ারের বাবা ব্রিটেনের প্রথম মুসলিম এমপি মোহাম্মেদ সারওয়ার। ২০১০ সালে বাবার আসনে প্রথম এমপি নির্বাচিত হন আনাস সারওয়ার। ১৬ বছর বয়স থেকে লেবার রাজনীতিতে যুক্ত হন তিনি।(ব্রিটবাংলা )