• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রিটেনে করোনা:কেন্ট ভ্যারিয়েন্ট ৭০ শতাংশ বেশি প্রাণঘাতী

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২১
ব্রিটেনে করোনা:কেন্ট ভ্যারিয়েন্ট ৭০ শতাংশ বেশি প্রাণঘাতী

বিবিএন নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণশীল কেন্ট ভ্যারিয়েন্ট আগের স্ট্রেইনের চেয়ে ৭০ শতাংশ বেশি প্রাণঘাতী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টাদের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।

নিউ অ্যান্ড এমার্জিং রেসিপাইরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজরি গ্রুপ (নার্ভট্যাগ) শুক্রবার সরকারে ওয়েবসাইটে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে সার্স-কভ-২ এর চরিত্র পরিবর্তন এবং কীভাবে তা মহামারির গতিপথ পাল্টে দিতে সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে।

নার্ভট্যাগ প্রতিবেদনটি বেশ কয়েকটি গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, তথাকথিত কেন্ট ভ্যারিয়েন্ট আগে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ধরনের চেয়ে ৩০ থেকে ৭০ শতাংশ বেশি প্রাণঘাতী।

এসব গবেষণায় বি.১.১.৭ ভ্যারিয়েন্ট ও অন্য প্রকৃতির করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুহার পর্যালোচনা করা হয়েছে।

রয়্যাল ডেভন অ্যান্ড এক্সেটার হাসপাতালের কোভিড-১৯ ক্লিনিক্যাল প্রধান ডেভিড স্ট্রেইন জানান, নার্ভট্যাগের বিশ্লেষণ উদ্বেগজনক। উচ্চ সংক্রমণ হার মানে হলো আগে যারা কম ঝুঁকিতে ছিলেন তারা এখন আক্রান্ত ও হাসপাতালমুখী হচ্ছেন।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চল্লিশ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার জনের বেশি মানুষের।(জনমত)