লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ ::স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রোববার সকাল ১১টায় শহরের পুরাতন বাসষ্টেশনে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কামারখালী ব্রীজের সামনে পুলিশী বাধার মুখে পড়লে সেখানে তারা প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহ সভাপতি নাদের আহমদ, এডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, আতম মিছবাহ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, আনিসুল হক, আবুল কালাম আজাদ,ফুল মিয়া, যুগ্ম সম্পাদক নুর হোসেন, কাজী নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, এড, জিয়াউর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ হাসান জুনেদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা বিএনপি’র নেতা আশিকুর রহমান আশিক, আব্দুল কাইয়ুম, সুহেল মিয়া, আশোক তালুকদার, আব্দুর রহিম, আব্দুল খালিক, এখলাকুর রহমান, আফিকুল, শাহাজাহান, মাসুক মিয়া, সৈয়দ মোচ্ছাব্বির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. এামুনুর রশিদ কয়েছ, সহ সভাপতি আমিনুর রশিদ আমিন, আরমানুল হক রাসেল, অলিউর রহমান অলি, শামসুদ্দোহা, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামছুজ্জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ বিএনপি’র জেলা ইউনিটের ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর রাষ্ট্রীয় খেতাব বাতিলের ষড়যন্ত্র প্রত্যাহার ও অন্যায়ভাবে সাজা দিয়ে গণতন্ত্রের নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তিন বছর ধরে কারাবন্দি রাখা এবং বর্তমান অবৈধ সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালত কর্তৃক মানহানীর একটি মিথ্যা মামলায় বানোয়াট সাজা প্রদান প্রত্যাহারের দাবী জানান।