ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে ২০১৯সালের ২৩ জুলাই সহপাঠীদের হাতে খুন হয়া বহুল আলোচিত মেহেদী হাসান রাব্বির খুনীদের ফাঁসির দাবীতে এক মানব বন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মোড়ালের সামনে এলাকাবাসীর উদ্দোগ্যে অনুষ্টিত মানববন্ধনে নিহত মেহেদী হাসান রাব্বির মা মুক্তিযুদ্ধা সন্তান রুপিয়া বেগম পুত্র হত্যার বিচার চেয়ে তার বক্তব্যে বলেন, আমার একমাত্র পুত্র হারিয়ে বিচারের জন্য প্রশাসন সহ সকল সচেতন মহলের দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু আমি অসহায় দরিদ্র হওয়ায় আমার পুত্র হত্যার প্রকৃত বিচার না পেয়ে আমার ছেলের খূনিরা নানা কৌশলে জেল থেকে বের হয়ে আমাকে খুন করে লাশ গুম করার হুমকি দিচ্ছে। আমি আমার জান মালের নিরাপত্তা চেয়ে বিভিন্ন সময়ে থানায় জিডি করেও অসহায় বোধ করছি। খুনিরা আমাকে টাকা দিয়ে মামলা তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছে। আমি টাকা চাইনা আমি আমার পুত্র হত্যার বিচার চাই। অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা শুকুর আলী, বীর মুক্তিযুদ্ধা আব্দুর রুফ, আয়মনা বেগম, মবশ্বির আলী, অব্দুর রহিম, অজুফা বেগম, গিয়াস মিয়া, জুলেখা বেগম, মফিজ আলী, জমির আলী, ফারুক মিয়া, সারেদ আহমদ, রাসেল আহমদ, সাইফুর রহমান সুন্দর, সাহেব আলী, সৌরভ মিয়া, নিরব আহমদ, আমির উদ্দিন, আব্দুল খালেক, আকিবুর হোসেন, সাইফুর রহমান, সফি আলম, আকল মিয়া, সোনা মিয়া, মিলাদ আহমদ, জামাল মিয়া, কামাল হোসেন, মাছুম আহমদ, মুনছুর আলী, আলেক মিয়া, পাবেল আহমদ, রাহেনা বেগম, ফাতেমা বেগম, কুলসুমা বেগম প্রমুখ।