বিশেষ প্রতিনিধি,ছাতক থেকে : কে হবেন ছাতক পৌরসভার প্যানেল মেয়র এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে পৌরসভায়। ছাতক পৌরসভার প্যানেল মেয়র হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস চৌধুরী। পৌরসভা গঠনের পর ৫ টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারীর নির্বাচনে বিজয়ী হয়ে ৭ নং ওয়ার্ডে টানা ৫ম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাপস চৌধুরী।কিন্তু এবার তিিনি প্যানেল মেয়র পদ থেকে বাদ পড়তে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে ।ছাত্র রাজনীতি থেকে শুরু করে পৌর মেয়র কালাম চৌধুরীর আস্থা বজন একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত কাউন্সিলর তাপস চৌধুরী।কিন্তু সাম্প্রতিককাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছে মেয়রের সঙ্গে।নির্বাচনকে সামনে রেখে তিনি মেয়রের গ্রুপ ছেড়ে এমপি মানিক গ্রুপে যোগদান করেন বলে একাধিক সূত্র জানায় । এতে মেয়রের সাথে আরো দূরত্ব বাড়ে।একারণেই তাপস চৌধুরী প্যানেল মেয়র পদ থেকে বাদ পড়তে পারেন।ছাতক পৌরসভার মধ্যে শহরেই রয়েছে ৬নং ও ৭নং ওয়ার্ড। এজন্য দু’টি ওয়ার্ডের গুরুত্ব অধিক এবং এ দু’ওয়ার্ডের কাউন্সিলররাও অধিক জনপ্রিয়। ৬ নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন সুমেন। গত নির্বাচনে পৌরসভার কাউন্সিলরদের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে জসিম উদ্দিন সুমেন কাউন্সিলর নির্বাচিত হন। এবার জসিম উদ্দিন সুমেনকে প্যানেল মেয়র করার জোর দাবি তুলেছেন ৬নং ওয়ার্ডবাসী। সে হিসাবে সুবিধা জনক অবস্থানে আছেন সুমেন।এবার তিনি প্যানেল মেয়র নির্বাচিত হতে পারেন।। গত ১৬ জানুয়ারী ছাতক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার (৬ ফেব্রুয়ারী) সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ শেষে পৌরসভার প্রথম সভায় প্যানেল মেয়র নির্বাচন করা হবে। সভায় প্যানেল মেয়র-১, প্যানেল মেয়র-২ ও মহিলা কাউন্সিলরদের মধ্য থেকে প্যানেল মেয়র-৩ নির্বাচন করা হবে। এদিকে মহিলা কাউন্সিলরদের মধ্যে সর্বাধিক ভোটে ২য় বার নির্বাচিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী প্যানেল মেয়র নির্বাচিত হতে পারেন। প্যানেল মেয়র পদের দৌড়ে ৩ নং ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত কাউন্সিলর লিয়াকত আলীও রয়েছেন। এখন শুধু অপেক্ষার পালা, কে-কে হচ্ছেন ছাতক পৌরসভার প্যানেল মেয়র।