বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করলেও আইনানুগ প্রক্রিয়ায় বর্জন হয়নি। ফলে ধানের শীষ প্রতীক নির্বাচন ও ভোট গণনায় অন্তর্ভুক্ত ছিলো। কেন্দ্রের তথ্যানুযায়ী নৌকা প্রতীক নিয়ে ১৩ হাজার ৬৯৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ফজলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী অলিউর রহমান পেয়েছেন ৩ হাজার ৭৩০ ভোট। মোট ভোট পড়েছে ১৭ হাজার ৪২৭ টি।মৌলভীবাজার পৌরসভার মোট ভোটার ৪৩ হাজার ৪৪৬ জন। সে হিসেবে ভোট পড়েছে ৪০ শতাংশ।
নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির ফলে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলেও শেষ পর্যন্ত উৎসবমূখর হয়নি।
মোট ৯টি ওয়ার্ডে ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার বাহিনী নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ট ছিলেন ভোটাররা।