• ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

করোনা বিধি লঙ্ঘন: লন্ডনে ৩১ পুলিশ ও বেবি শাওয়ার পার্টিকে জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২১
করোনা বিধি লঙ্ঘন: লন্ডনে ৩১ পুলিশ ও বেবি শাওয়ার পার্টিকে জরিমানা

বিবিএন নিউজ ডেস্ক : করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ ইস্ট লন্ডনের ৩১ পুলিশ অফিসারকে ২০০ পাউন্ড করে জরিমানা করা হয়েছে।

মেট পুলিশের সূত্রে বিবিসি অনলাইন জানায়, গত ১৭ জানুয়ারী দুই পুলিশ অফিসার নাপিতকে ভাড়া করে এনে, তাদের দিয়ে চুল কাটানো হয় পুলিশ অফিসারদের। এ কারণে ঐ দুই কর্মকর্তাকে তদন্তের মুখোমুখি হতে হয়েছে। ইংল্যান্ডে বর্তমান লকডাউন বিধিনিষেধের কারনে হেয়ারড্রেসারদের কাছের অনুমতি নেই।

বেবি শাওয়ার পার্টি

এদিকে পূর্ব লন্ডনের একটি বাড়ীতে ২০ জনের বেশি লোকের উপস্থিতিতে বেবি শাওয়ার পার্টি আয়োজন করায় দুই ব্যক্তিকে ২০০ পাউন্ড করে জরিমানা করা হয়েছে।

পুলিশ জানায় এসময় শিশু ও তরুণ তরুণীও বৃদ্ধদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

যদিও পুলিশ বলছে, আমরা মানুষের আবেগকে বুঝতে পারছি, তারপরও এই সময়ে নিয়ম ভঙ্গ করা যাবে না।