• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

পহেলা ফ্রেবরুয়ারী ছাতকে আসছেন, আব্দুল্লাহ আল – আমিন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২১
পহেলা ফ্রেবরুয়ারী ছাতকে আসছেন, আব্দুল্লাহ আল – আমিন

এ এম সমুজঃ ছাতকের নোয়ারাই ইউনিয়নে বাতির কান্দি ইসলামী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে যোগ দিতে ছাতকে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশ বরন্য আলেমেদ্বিন হযরত মাওলানা আবদুল্লাহ আল আমীন।

আগামী ৩১ শে জানুয়ারী ও ১ ফ্রেবরুয়ারী রবি ও সোম প্রতিদিন বিকাল ৩ ঘঠিকা হইতে রাত ১১ ঘঠিকা পর্যন্ত ওয়াজ চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে।

শেষ দিন সোমবার আলোচনা রাখবেন ঢাকা থেকে আগত  হযরত মাওলানা আবদুল্লাহ আল – আমিন সাহেব।  এছাড়াও উক্ত মাহফিলে অন্যান্য উলামায়ে হযরত গন বক্তব্য রাখবেন।

বাতির কান্দি ইসলামী সমাজ কল্যাণ পক্ষ থেকে সকলের সর্বাত্নক সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়েছে।