• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (রবিবার) ৬৭১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮,৫৯৮ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২১
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (রবিবার) ৬৭১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮,৫৯৮ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (রবিবার) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। সাধারণ প্রতি রবিবার ও সোমবার মৃতের প্রকৃতি হিসাব পাওয়া যায় না। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৬৭১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ছিলো ১২৯৫ জন, শুক্রবার ছিলো ১২৮০ জন। মোট মৃতের সংখ্যা ৮৯ হাজার ২৬১ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮,৫৯৮ জন। গতকাল শনিবার ছিলো ৪১,৩৪৬ জন, শুক্রবার ছিলো ৫৫,৭৬১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৯৫ হাজার ৯৫৯ জন। (বিবিসি/ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯,২২৮জন।
এদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৬৩১ জন, স্কটল্যান্ডের পরিসংখ্যান পাওয়া যায়নি, ওয়েলসে ৪৮ জন, নর্দাণ আয়ারল্যান্ডে ২৫ জন।