• ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার মেয়র নির্বাচিত

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২১
জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার (চামচ) প্রতিকে ৮৩৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।ইভিএম পদ্ধতিতে প্রথম বারের মতো আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২টি কেন্দ্রের ৭৫টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন। ১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার (চামচ) প্রতিকে ৮৩৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ মনোনীত বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূইয়া (নৌকা) প্রতিকে ৮০১৮ ভোট পেয়েছেন।