এ এম সমুজ মানচেষ্টার,লন্ডনঃ দেশ ফেরত লন্ডনী যাত্রীদের জন্য কোয়ারান্টাইনের নতুন নিয়ম ১৬ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। ৪ দিনের প্রাতিষ্টানিক কোয়ারান্টাইন শেষে করোনা টেষ্ট করতে হবে। টেষ্টের রিপোর্ট নেগেটিভ হলে তবেই বাড়ীতে যাবার অনুমতি পাবেন এবং ১৪ দিনের হোম কোয়ারান্টাইন সম্পন্ন করবেন। এ দিকে রিপোর্ট নেগেটিভ আসলে যেতে হবে হাসপাতালে। চিকিৎসা খরচ নিজে বহন করতে হব।
ট্রাবেলস ব্যবসায়ী, শুকুর আলী সাবলু বলেন, এখন থেকে যারা দেশে যাবেন ভেবেচিন্ত যাবেন অযতা দেশে গিয়ে ঝামেলা করার প্রয়োজন নেই।
বুধবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ থেকে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কোনও যাত্রী হোটেলে যেতে না চাইলে সরকারি ব্যবস্থাপনার কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে। ৪দিন পর যাত্রীদের পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ ফল আসলে বাড়িতে গিয়ে ১৪দিন হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে। পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই যাত্রীকে কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। হাসপাতালের চিকিৎসা ব্যয় যাত্রীকে বহন করতে হবে।
সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনীর বলেেন আগামী ১৫ জানুয়ারি রাত ১২টার পর থেকে কোয়ারেন্টিনের নতুন নিয়ম কার্যকর হবে। যারা যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন, তাদের ক্ষেত্রে এমন নির্দেশনার আলোকে ব্যবস্থা নেওয়া হবে। সেভাবেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। আর ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলমান থাকবে।তিনি আরও বলেন, আগামী ১৮ জানুয়ারি লন্ডন থেকে সিলেটে যে ফ্লাইটটি আসবে, সেই ফ্লাইটের যাত্রীদের দিয়ে সিলেটে কোয়ারেন্টিনের নতুন নিয়ম শুরু হবে। তবে আজ সিলেটে লন্ডনের যে ফ্লাইট এসেছে তারা ১৪ দিনেরই কোয়ারেন্টিন পালন করবেন।