• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাছের ক্যারেটে ইয়াবা সরবরাহকালে সুনামগঞ্জে এক মাদক কারবারী আটক

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২১
মাছের ক্যারেটে ইয়াবা সরবরাহকালে সুনামগঞ্জে এক মাদক কারবারী আটক

 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : বিশেষ কৌশলে মাছের ক্যারেটের ভেতর ইয়াবা সরবরাহকালে খোকন মিয়া নামে এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।,
খোকন উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্তগ্রাম লাকমার সিদ্দিক মিয়ার ছেলে।
বুধবার রাতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম আর্টিলারী ওই তথ্য জানিয়ে বলেন, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট কোম্পানী হেডকেয়ার্টারের সামনের পাঁকা সড়কের ওপর দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেলযোগে মাছের কয়েকটি ক্যারেট নিয়ে যাবার পথে বিজিবি টহল দল মোটরসাইকেল থামিয়ে তল্লাশী চালায়।
ওই সময় মাছ ভর্তি কয়েকটি ক্যারেটের ভেতর হতে বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা, ৬০ কেজি মাছ, রেজিষ্ট্রেশান বিহিন ১০০ সিসি ভারতীয় প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে।,
পরবর্তীতে ইয়াবা সরবরাহের দায়ে মোটরসাইকেলে থাকা মাদক কারবারী খোকনেকে আটক করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খোকন জানায় তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের অপর একটি মাদক ব্যবসায়ী চক্রের নিকট হতে ইয়াবা ক্রয়ের পর সে সীমান্তের লাকমা এলাকায় ওই ইয়াবা বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল। ,