লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জঃ ৯ জানুয়ারি সকাল ১১.টায় সুনামগঞ্জ জেলার সদর উপজেলার রংগারচর ইউনিয়নে কালনার হাওর সংলগ্ন ডুবন্ত ফসল রক্ষা বাধ নির্মানে কর্মরত পিআইসি নং ১ এবং ২ এর কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় সাথে ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, রংগারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই সহ পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পিআইসির সদস্যবৃন্দ। এসময় জেলা প্রশাসক আন্তরিকতার সাথে বিধি অনুসারে বাধ নির্মান কাজ সম্পাদন করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন সময় মতো পিআইসি গঠন করে , বাধেঁর কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। বাধেঁর উপর বোরো ফসল ঘরে তোলা অনেকটাই নির্ভর করে।