• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে আবারো ধর্ষণ, এর শেষ কোথায়?

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০
সিলেটে আবারো ধর্ষণ, এর শেষ কোথায়?

বিবি এন নিউজ সিলেট প্রতিবেদকঃ   সিলেটে এবার ঘরে ঢুকে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক দিলওয়ার ও তার সযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট নগরীর শামীমাবাদ এলাকার ৪ নং রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শামীমাবাদ এলাকার ওই বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই নারী। শনিবার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগিকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউ তে ভর্তি করা হয়।

এদিকে, ধর্ষণের ঘটনার খবর পেয়ে রোববার সন্ধ্যায় সিলেটের লামাবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক দিলওয়ার ও তার সহযোগি হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ধর্ষিণের শিকার নারী বাদি হয়ে আজ সোমবার সকালে সিলেটের কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করে। লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল জানিয়েছেন, দিলওয়ার ওই মহিলাকে অস্ত্রের মুখে ধর্ষণ করেছে। খবর পেয়ে পুলিশ দিলওয়ার ও তার সহযোগিকে গ্রেপ্তার করেছে।