• ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেট নগরীতে ‘শেখ হাসিনা স্টোর’ নিয়ে তোলপাড়, মালিক পলাতক!

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২১
সিলেট নগরীতে ‘শেখ হাসিনা স্টোর’ নিয়ে তোলপাড়, মালিক পলাতক!

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর লালদিঘীর পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দোকান খুলে বসেছেন এক ব্যবসায়ী। দোকানের সাইন বোর্ডে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ‘শেখ হাসিনা স্টোর’ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে নগর জুড়ে তোলপাড় তৈরী হয়। তবে দোকানে গিয়ে মালিককে পাওয়া যায়নি। দোকান রয়েছে তালাবদ্ধ।

জানা যায়, ব্যাবসায়ী সাইফুর হোসেন সাজ্জাদ ব্যপারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দোকান খুলেন । কেন কি উদ্দেশ্যে তিনি দোকানের সাইনবোর্ডে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করলেন তা জানা যায়নি। তবে এভাবে বানিজ্যিক ভাবে প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার বেআইনি এবং উচিৎ নয় বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ লাল দিঘীর পারের এই দোকান থেকে সাইন বোর্ড খুলে নিয়ে এসেছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাইনবোর্ডের ছবি তোলপাড় হওয়ার পর থেকে দোকানের মালিক পলাতক রয়েছেন।

সাইনবোর্ডে উল্লেখিত নাম্বারে দোকান মালিক সাইফুর হোসেন সাজ্জাদকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।