• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে সপ্তাহে ২০ লাখ ডোজ টিকা সরবরাহ দেবে এস্ট্রাজেনেকা

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২১
ইংল্যান্ডে সপ্তাহে ২০ লাখ ডোজ টিকা সরবরাহ দেবে এস্ট্রাজেনেকা

বিবিএন নিউজ ডেস্ক: অক্সফোর্ড ইউনিভার্সিটি ও এস্ট্রাজেনেকার তৈরি করা করোনা ভাইরাসের টিকার প্রায় ২০ লাখ ডোজ জানুয়ারির মাঝামাঝি প্রতি সপ্তাহে বৃটেনে সরবরাহ দেয়া হবে। অক্সফোর্ড-এস্টাজেনেকার একটি সূত্রকে উদ্ধৃত করে এ খবর অনলাইন টাইমস প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই সূত্রটি বলেছেন, আগামী সপ্তাহে ২০ লাখ ডোজ সরবরাহ দেবে এস্ট্রাজেনেকা। এরপর উৎপাদন আরো বাড়ানো হবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে আরো ২০ লাখ ডোজ টিকা সরবরাহ দেয়া হবে। তবে এ বিষয়ে সরাসরি কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এর আগে বুধবার অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দেয় বৃটেন। আশা করা হচ্ছে, দ্রুত এর অ্যাকশন তীব্র গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে সহায়তা করবে।

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এরই মধ্যে এস্ট্রাজেনেকার কাছ থেকে ১০ কোটি টিকার ডোজ কেনার অর্ডার দিয়েছেন। এরপর কোম্পানি বলেছে, বছরের প্রথম চতুর্থাংশে কয়েক লাখ ডোজ সরবরাহ দেয়ার চেষ্টা করবে। বৃটেনে গত চারদিন ধরে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার করে মানুষ করোনা রোগে নতুন করে আক্রান্ত হচ্ছেন। নতুন ধরনের করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার গতি অনেক বেশি। এর ফলে এমন সংক্রমণ দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৮৫ জন। মারা গেছেন ৬১৩ জন।(ওয়ান বাংলা)