• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) ৬১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩,২৮৫ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) ৬১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩,২৮৫ জন

বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ডে  টানা চতুর্থ দিনের মত প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৪ পার্সেন্ট।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরো ৫৩,২৮৫ জন। আর গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৬১৩ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৯৬৪জন, বুধবার ছিলো ৯৮১জন, মঙ্গলবার ছিলো ৪১৪ জন। মোট মৃতের সংখ্যা ৭৪ হাজার ১২৫ জন। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩,২৮৫জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৫৫,৮৯২ জন, বুধবার ছিলো ৫০,০২৩ জন, মঙ্গলবার ছিলো ৫৩,১৩৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪২ হাজার ৬৫ জন। (দ্যা সান/ওয়ান বাংলা)

এদিকে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ৪২০, ওয়েলস, স্কটল্যান্ডে এবং নর্দান আয়ারল্যান্ড তাদের কভিডে মৃত্যুর সংখ্যা আগামী সোমবার আপডেড করবে বলে জানিয়েছে দ্যা সান।