• ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) রেকর্ড সংখ্যক ৯৮১ জনের মৃত্যু, আক্রান্ত ৫০,০২৩ জন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) রেকর্ড সংখ্যক ৯৮১ জনের মৃত্যু, আক্রান্ত ৫০,০২৩ জন

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনে করোনা ভাইরাসে গত এপ্রিল মাসের পর সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৯৮১ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৪১৪ জন, সোমবার ছিলো ৩৫৭ জন, রবিবার ছিলো ৩১৬জন। মোট মৃতের সংখ্যা ৭২ হাজার ৫৪৮ জন। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০,০২৩জন। গতকাল মঙ্গলবার ছিলো ৫৩,১৩৫ জন, সোমবার ছিলো ৪১,২৮৫ জন, রবিবার ছিলো ৩০,৫০১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৩২ হাজার ৮৮৮ জন। (দ্যা সান/ওয়ান বাংলা)

এদিকে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ৪৯৪, ওয়েলসে ১৩ জন, স্কটল্যান্ডে ৪৩ জন, নর্দান আয়ারল্যান্ড এখনো কোন মৃত্যু খরবর প্রকাশ করেনি।