ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার ছাতকে আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জস্থ গালর্স হাইস্কুল মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রিয় সভাপতি মুহিবুর রহমান সুহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমান রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবদুস সহিদ মুহিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো: শফিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মাসুম হেলাল, সাংবাদিক শামসুল কাদির মিছবাহ, শহীদনূর আহমেদ ও কাজি রেজাউল করিম রেজা, সংগঠনের উপদেষ্ঠা মাস্টার পঙ্কজ দত্ত, ওবায়দুল হক মিলন, সংগঠনের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মনোজকান্তি দাশ পিংকু, যুগ্ম সম্পাদক আবেদ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সুমন, সিলেট জেলা শাখার সহ-সভাপতি এম জামাল আহমদ, সাধারণ সম্পাদক রুহুল আমীন শাওন, যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ, ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, দোয়ারাবাজার উপজেলা শাখার সদস্য এমদাদুল হক, জগন্নাথপুর উপজেলা শাখার সদস্য মিনহাজ আহমদ। এসময় গোবিন্দগঞ্জ গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের সদস্য মোশাহিদ আলী, মাস্টার রেজ্জাদ আহমদ সহ সংগঠনের কেন্দ্রিয় ও বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনলাইন ভিত্তিক সামজিক সংগঠন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা পাঁচ বছরে ৮০হাজার মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ ৫হাজারেরও বেশি রক্তদান করেছে। এছাড়া বিভিন্ন সময়ে অসহায় মানুষকে খাদ্য সামগ্রী, হুইল চেয়ার ও শীত বস্ত্র বিতরণ করেছে এ সংগঠন। সভায় দশ বারের অধিক রক্তদান করায় ১৫জনকে ও রক্তদান সেবায় অবদান রাখায় আরও ৩০জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভা শেষে কেক কেটে সংগঠনের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।