• ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন তালুকদারের দাফন সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২০
ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন তালুকদারের দাফন সম্পন্ন

 

ছাতক প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন তালুকদার লালুর দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরহুমের নিজ গ্রাম চেচান পশ্চিম
পাড়া জামে মসজিদের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন
সহকারী কমিশনার( ভুমি) তাপস শীল।
রোববার সকাল ৮ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ২কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যানাজার নামাযে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন,
দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বির, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ,
আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপনসহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।