• ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি,গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ৫০৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৮,৪৫০ জন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২০
ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি,গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ৫০৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৮,৪৫০ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৫০৬ জন। গতকাল সোমবার ছিলো ২৩২ জন, রবিবার ছিলো ১৪৪ জন। মোট মৃতের সংখ্যা ৬৪ হাজার ৬০৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮,৪৫০ জন। গতকাল সোমবার ছিলো ২০,২৬৩ জন, রবিবার ছিলো ১৮,৪৪৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৮৮ হাজার ১১৬ জন। (দ্যা সান/ওয়ান বাংলা)

গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডে শুধু হাসপাতালে মৃত্যু করেছেন ২৯৩ জন।