• ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের দাফন সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০
ছাতকে বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের দাফন সম্পন্ন

 

ছাতক প্রতিনিধি:  ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও নিবাসী বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের জানাযা ও দাফন আজ সম্পন্ন।জানাযার পূর্বে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী গোলাম মোস্তফা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব ইন্তাজ আলী, জামেয়া ইসলামিয়া বনগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল হক, ঝিঙ্গাবাড়ি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনোয়ারুল্লাহ, বনগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ ও মরহুমের গর্বিত সন্তান জনাব ইলিয়াছ আলী।
জানাযার পূর্বে ছাতক উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি আফ্ফান বিন সিরাজ।