• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার মনোনয়ন চান তিন জন, বিএনপির একক প্রার্থী

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২০
সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার মনোনয়ন চান তিন জন, বিএনপির একক প্রার্থী
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী হাওয়া বইতে শুরু হয়েছে পুরো পৌর এলাকা জুড়ে । সুনামগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ড এখন নির্বাচনী আলাপ আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে গেছে। ইতিমধ্যেই সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষ থেকে ভোট প্রার্থনা শুরু হয়ে গেছে। যদিও এখন পর্যন্ত     প্রধান দুই দল আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি। আওয়ীলীগের তিন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে রাজধানীতে কেন্দ্রের সাথে বিভিন্ন ভাবে লবিং করছেন। এই তিন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম পুরন করে কেন্দ্রের কাছে জমাও দিয়েছেন। জমা দানকারী তিন জন হলেন বর্তমান পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ্র দাস, ও জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। তিন জনই আশাবাদী নৌকার মনোনয়ন পাওয়ার। এখন দেখার বিষয় কে হন নৌকার মাঝি। অন্য দিকে প্রধান বিরোধীদদল বিএনপির প্রার্থী আজ রোববার জেলা কমিটির এক সভায়  চূড়ান্ত করে কেন্দ্রে  পাঠানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। তারা আরো জানিয়েছেন এবার সুনামগঞ্জ পৌরসভার একক   মেয়র     প্রার্থী  জেলা বিএনপির  সহ সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম।উপ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলেন দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। এর আগে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন অধ্যক্ষ শেরগুল আহমেদ। এবার এ দুজনের কেউই নির্বাচন করবেন না বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে কোন প্রার্থী হওয়ার ও সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
সুনামগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী গণ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সুনামগঞ্জ পৌরসভার ৯  টি ওয়ার্ডে মোট ভোটার ৪৬৯৭৯ এর মধ্যে পুরুষ ২৩২২০  আর মহিলা ২৩৭৫৯জন।