বিবিএন নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার রোহিঙ্গা পাঠানোর পরও সংঘাতে যায়নি বাংলাদেশ। বাংলাদেশ যুদ্ধ চায় না।
রোববার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০ এর গ্র্যাজুয়েশন কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে তিনি অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার জোরপূর্বক রোহিঙ্গা পাঠালেও আমরা তাদের সঙ্গে সংঘাতে যাইনি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কেউ যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত দিতে আসে তার প্রতিঘাত করার মত সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। সেভাবেই আমাদের প্রস্তুত হতে হবে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘মিয়ানমার থেকে ১০ লাখ রোহিঙ্গা এসেছে। আলোচনা করে এটা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই বোঝা দ্রুত সমাধান করতে হবে।’