• ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রজব, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ৬০৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩,৪৩০ জন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ৬০৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩,৪৩০ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) আক্রান্তের সামান্য বড়লেও মৃত্যুর সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৬০৩ জন। যা গতকালের চেয়ে ৪০০ জন বেশি। গতকাল সোমবার ছিলো ২০৫ জন, রবিবার ছিলো ২১৫ জন। মোট মৃতের সংখ্যা ৫৯ হাজার ৫১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩,৪৩০ জন। গতকাল সোমবার ছিলো ১২,৩৩০ জন, রবিবার ছিলো ১২,১৫৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৩ হাজার ৮৬ জন। (দ্যা সান/ওয়ান বাংলা)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৫০ জন, ওয়েলসে ২৩ জন, স্কটল্যান্ডে ৩৪ জন। উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১৫ জনের মৃত্যুুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।