বিবিএন নিউজ ডেস্ক: ইংল্যান্ডের দ্বিতীয় দফা লকডাউনের প্রথম ২ সপ্তাহে ১৯৭৭ টি জরিমানা ইস্যু করে পুলিশ। সোমবার এই পরিসংখ্যান প্রকাশ করেছেন পুলিশ।সবচেয়ে বেশি জরিমানা ইস্যু করা হয়েছে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে। এর মধ্যে লেস্টারে লকডাউনের আগ থেকেই দীর্ঘদিন যাবত কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
গত ৫ নভেম্বর থেকে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ৩০৯টি জরিমানা ইস্যু করেছে। মার্সিসাইড পুলিশ জরিমানা করেছে ২৭৭ টি আর ল্যাংকায়ার পুলিশ জরিমানা করেছে ১৭৮টি। অন্যদিকে লেস্টারশায়ার পুলিশ জরিমানা করেছে ৩০টি।
জরিমানার মধ্যে বেশ কিছু জরিমানা রয়েছে যা ১০ হাজার পাউন্ডের। ইংল্যান্ডের পুলিশ বিভাগ জানিয়েছে গত মার্চের পর বিধি নিষেধ ভঙ্গ করার কারনে ২৪,৯৯৩টি জরিমানা ইস্যু করা হয়েছে।