ছাতক প্রতিনিধি:ছাতকে সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে স্বাস্থ্যসম্মত মাস্ক বিতরণ করেছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পৌরসভার উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরের রিক্সা চালক, ঠেলা চালক, মুচি, ফুটপাত ব্যবসায়ী, দোকানীসহ শহরে আসা লোকজনকে মাস্ক পড়িয়ে দেন মেয়র। মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে ১০ সহশ্রাধিক মাস্ক বিতরণ করা হয়। এসময় মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, করোনা ভাইরাসের শীতকালীন সংক্রমন প্রতিরোধে সকলকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত। মাস্ক ব্যবহার নিশ্চিত করে ঝুঁকিমুক্ত নিরাপদে থাকার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান তিনি। মাস্ক বিতরণকালে পৌর সচিব খান মোহাম্মদ ফারাবি, পৌরসভার উপসহকারী প্রকৌশলী দিজেন্দ্র কুমার দাস, সোহেল আহমদ, এনামুল হক মনি, হাসিন ইশরাক প্রান্ত, কর আদায় কারী জামাল উদ্দিন, পৌরসভার রতন চন্দ্র দে, শহীদুল হক মোল্লা, মুর্শেদুর রহমান, শীলা বড়–য়া, নাজির হোসাইন, চন্দ্রন কুমার বর্ধন, লাভলী ব্যানার্জী, বিজয় পাল, কুন্তলা রানী রায়, শিল্পী রানী দে, দানিয়া নিজামী জন, দিপা রানী দাস, ফজলুল হক, জুয়েল লাল রায়, আমিনুর রহমান, সুব্রত হালদার, পৌর শিক্ষক নিজাম উদ্দিন, ফারুক আহমদ, মানিক মিয়া লিটু, সাবিনা ইয়াসমিন, আলেয়া ফেরদৌস, চিত্রা ঘোষ, দিপ্তী রানী নাথ, জহুরা আক্তার, আখি বেগম, সায়েরা বেগম, রুমা দাস, রেহেনা আক্তার, অর্চনা কর, আম্বিয়া বেগম, স্বপ্না ভট্টাচার্য্য, আয়শা আক্তার. পৌর কর্মচারী রতন কুমার দাস, আব্বাস উদ্দিন, পরিমল চন্দ্র দাস, তাজির আলী বাবুল, দিপ্ত বনিক, কেতকী রঞ্জন আচার্য্য, মৃতদল দাস, আজিজুল হক, হোসাইন আহমদ, আশরাফ উদ্দিন মিজান, ইফতেকার আহমদ, শেফালী কর, সুবর্ণা বেগম, উষা কর, পৌর শিক্ষক