• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অনলাইন স্কুল কার্যক্রমে সাড়া জাগিয়েছে নিজাম স্যারের ক্লাস

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২০
অনলাইন স্কুল কার্যক্রমে সাড়া জাগিয়েছে নিজাম স্যারের ক্লাস

 

বিবিএন নিউজঃ  করোনাকালে সারা পৃথিবী যেখানে স্থবির হয়ে আছে, সেখানে ছাতক উপজেলার দুই দুই বারের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, ISA এওয়ার্ড অর্জনকারী জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন অনলাইন স্কুলের মাধ্যমে পাঠদান করে সারা দেশে শিক্ষক শিক্ষার্থীদের মধ্য ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের প্রায় ১৫ টি অনলাইন স্কুলে সুনামের সাথে পাঠদান করে যাচ্ছেন। পাশাপাশি ছাতক উপজেলার বিভিন্ন স্কুলে কর্মশালা আয়োজন করে শিক্ষকদেরকে অনলাইন স্কুলে পাঠদানে আগ্রহী ও পারদর্শী করে যাচ্ছেন। প্রতিদিনই ছাতক উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকাবৃন্দ আসেন ক্লাস রেকর্ড করতে। জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন তাদের সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে কিভাবে ক্লাস রেকর্ড করে সেগুলো এডিটিং ও প্রচারের বিভিন্ন কলা কৌশল তাদের শিখিয়ে দিচ্ছেন। সম্প্রতি তিনি তার শততম অনলাইন ক্লাস প্রচার করেছেন। দেশের স্বনামখ্যাত অনলাইন স্কুলগুলো তার এ স্বপ্ন যাত্রায় সহযোগী হয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তার শততম ক্লাস উদযাপন করেছে এবং তাকে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেছে। তার অনলাইন কার্যক্রমে সন্তোষ্ট হয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম কবির মহোদয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব পুলিন চন্দ্র রায় ও উপজেলা শিক্ষা অফিসার জনাব মানিক চন্দ্র দাশ সম্প্রতি তিনিসহ ছাতক উপজেলার আটজন এম্বাসেডর শিক্ষককে Token of appreciation প্রদান করেন। অতি সম্প্রতি তার অনলাইন ক্লাস ছাতক উপজেলার গন্ডি পেরিয়ে সারা দেশে বিশেষ সাড়া জাগিয়েছে। তার অনলাইন ক্লাসের Homework জমা দেওয়ার জন্য দেশের বভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীবৃন্দ নিজেরা গ্রুপ তৈরি করে সেখানে তাদের Homework জমা দিচ্ছে। ফলে তার অনলাইন ক্লাসে নতুন মাত্রা যোগ হয়েছে। জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক সর্ববৃহৎ পোর্টাল শিক্ষক বাতায়নের একজন সক্রিয় এম্বাসেডর এবং সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা। সম্প্রতি তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (www.ictd.gov.bd) অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রকল্পের প্লাটফর্ম দুর্বারের এম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। এর ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করার এক নব দিগন্তের উন্মোচন হয়েছে। উল্লেখ্য যে বিগত ০৮/০৮/২০২০ ইং তারিখে ছাতক উপজেলা অনলাইন স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ যাত্রার শুরু থেকেই জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন প্রতিদিনই এক বা একাধিক ক্লাস প্রচার করে যাচ্ছেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাকে অনলাইন স্কুলে ক্লাস দিতে উদ্বুদ্ধ করে যাচ্ছেন।