• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিউজিল্যান্ডের সৈকতে আটকা পড়া ১০০ তিমির মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
নিউজিল্যান্ডের সৈকতে আটকা পড়া ১০০ তিমির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জের সৈকতে আটকা পড়া প্রায় ১০০টি তিমির মৃত্যু হয়েছে।দেশটির কর্মকর্তারা জানিয়েছে, সৈকতে ৯৭টি তিমি ও তিনটি ডলফিনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্ব উপকূল থেকে ৮০০ কিলোমিটার দূরে এ দ্বীপপুঞ্জের অবস্থান। এ খবর জানিয়েছে আলজাজিরা।

বুধবার নিউ জিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কনজারভেশন (ডিওসি) ৯৭টি পাইলট তিমি ও তিনটি ডলফিনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিমি ও ডলফিনগুলোর বেশিরভাগই কয়েকদিন আগে আটকা পড়লেও দুর্গম ওই দ্বীপপুঞ্জে যেতে সময় লাগায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।

ডিওসির বায়োডাইভারসিটি রেঞ্জার জেমা ওয়েলচ জানিয়েছেন, ঘটনাস্থলে ২৬টি তিমিকে জীবিত পেলেও তাদের ছেড়ে আসতে হয়েছে। সাদা হাঙরের ঝাঁক নিয়ে আসতে পারে এ আশঙ্কায় সেগুলোকে মৃত্যুমুখেই ছেড়ে আসতে হয়েছে। তাছাড়া সেগুলো দুর্বল হয়ে পড়েছিল।