• ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

হাওর রক্ষা বাধের (pre-work)জরিপ কাজ পর্যবেক্ষণে জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
হাওর রক্ষা বাধের (pre-work)জরিপ কাজ পর্যবেক্ষণে জেলা প্রশাসক
লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ:আজ  ২৭নভেম্বর  সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ধানকুনিয়া হাওড় ও কাউনাই নদীর মধ্যবর্তী মুক্তারপুর এলাকায় হাওড় রক্ষা বাধের pre-work জরিপের কাজ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক  মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, ধর্মপাশা  মোঃ মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি), ধর্মপাশা  মোঃ আবু তালেব, উপ-সহকারী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ  মোঃ ইমরান হোসেন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পানি উন্নয়ন বোর্ডের ২২ টি টিম একত্রে সমগ্র জেলায় level machine দিয়ে এই pre-work জরিপ করছে। জেলা প্রশাসক যথাযথভাবে এই জরিপ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।