• ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস ও ১০ দলীয় প্রার্থী সংবাদ সম্মেলন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬
সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস ও ১০ দলীয় প্রার্থী সংবাদ সম্মেলন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

ছাতক প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জে নির্বাচনী প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ইনসাফ, ন্যায়বিচার, মানবিকতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় তিনি অঙ্গীকারবদ্ধ। শহীদদের স্মরণ করে তিনি বলেন, শহীদদের রক্তের প্রকৃত মর্যাদা তখনই প্রতিষ্ঠিত হবে, যখন রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা পাবে। ক্ষমতা নয়, রাজনীতি জনগণের প্রতি আমানত।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি ইমাম উদ্দিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা সহ–সভাপতি মাওলানা সদরুল আমিন, প্রধান সমন্বয়ক মাওলানা আকিক হোসাইন, শাহজালাল একাডেমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই, সহ দলীয় নেতাকর্মীরা।
হাফিজ মাওলানা আব্দুল কাদির ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মাস্টার হাজী ইলিয়াস আলীর পুত্র। তিনি জানান, খোলাফায়ে রাশেদার আদর্শ অনুসরণ করে রাষ্ট্র ও সমাজকে ন্যায়ের পথে পরিচালনা করাই তার লক্ষ্য, পাশাপাশি হিন্দু ও অমুসলিম জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।