সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার টাইলা গ্রামের কৃতি সন্তান লোক কবি প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী লেখক গবেষক ও সাংবাদিক রণেণ্দ্র তালুকদার পিংকুর সম্পাদনায় প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন শনিবার ১০ জানুয়ারি সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের শহীদ জগতজোতি পাবলিক লাইব্রেরির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক রওনক আহমদ বখতের সভাপতিত্বে ও প্রভাষক লেখক মশিউর রহমান ও কবি আশরাফ হোসেন লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম চৌধুরী। মোড়ক উন্মোচন করেন লোক গবেষক লেখক ও একুশে পদক প্রাপ্ত সাংবাদিক সুমন কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, বিজন সেন রায় , লেখক আনোয়ার হোসেন রনি, সুমন রায়, শাহজাহান চৌধুরী, ইকবাল কাগজী প্রমুখ।
বক্তরা প্রতাপ রঞ্জন তালুকদারের বইয়ের প্রশংসা করেন এবং অনেক গুণী জন লোক চৌক্ষুর আড়ালে চলে গেছে তা খোঁজে তোলে ধরার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান।