ছাতক প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৮-সুনামগঞ্জ-৫, (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, ৭ জন প্রার্থী। আজ
বুধবার ২৪ ডিসেম্বর বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এ পর্যন্ত ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমা’র কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন,বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ,জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম
আল-মাদানী,আনজুমানে আল ইসলাহ মনোনীত স্বতন্ত্র প্রার্থী
মাওলানা সিরাজুল ইসলাম ও খেলাফত মজলিস মনোনীত
মাওলানা আব্দুল কাদির।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী রিটার্নিং
অফিসার অরুপ রতন সিংহ’র কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন,জাতীয় পার্টি মনোনীত আলহাজ্ব জাহাঙ্গীর আলম ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. আজিজুল হক।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামিউল হক সানি সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সুনামগঞ্জ-৫,ছাতক-দোয়ারাবাজার আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন নি। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আগামী
২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে বলে সংশ্লিষ্ট দপ্তর সুত্রে জানাগেছে।