নিজস্ব প্রতিবেদক:
তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই ডিসেম্বর ২০২৫, শুক্রবার যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটনে সাউথহ্যাম্পটন বিএনপির উদ্যোগে গণতন্ত্রের জননী এবং বাংলাদেশের জাতির জননী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আল-হায়াত সেন্টার মসজিদে, যেখানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শের এম সাত্তার,
সাবেক উপদেষ্টা নুরুল আলম মজুমদার,
সাউথহ্যাম্পটন বিএনপির সাবেক চেয়ারম্যান সৈয়দ সাদিকুল ইসলাম,
সাবেক চেয়ারম্যান মনসুর রহমান,
সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আওতাদ হুসাইন,
সহ-সভাপতি বাকি সিদ্দিকী,
সহ-সভাপতি আবদুল নূর,
সাবেক সাংগঠনিক সম্পাদক জমির আলী,সাংস্কৃতিক সম্পাদক আর.কে.এস. শাহাদাৎ আলী,জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল কাদির রহিম,এছাড়াও উপস্থিত ছিলেন—জালা আহমেদ,
আজিজুর রহমান লাবলু,
এমদাদ আলী,মুহিত আহমেদ, মুহিবুর রহমান,
আবদুল আহাদ,এবং আরও অনেকে।সকল নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন,বাংলাদেশের যত সংকটময় মুহূর্ত এসেছে, খালেদা জিয়া সবসময় জনগণের পাশে ছিলেন। দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান তুলনাহীন।
দোয়া মাহফিল শেষে একটি বিস্তারিত লিখিত বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শের এম সাত্তার।
তিনি বলেন, সামাজিক মাধ্যমে তারেক রহমানকে নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল ব্যাখ্যার ফল।
তিনি বলেন—
ম্যাডাম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তারেক রহমান মায়ের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য থেকে দিন-রাত পরিশ্রম করছেন।
তারেক রহমান সামাজিক মাধ্যমে লিখেছিলেন যে তিনি মায়ের পাশে থাকতে পারছেন না, কিন্তু তার কথাকে কেউ কেউ ভুলভাবে ব্যাখ্যা করেছেন।
তিনি স্পষ্ট করেন—
এটি কোনো আইনগত বাধা নয়, বরং চিকিৎসা-সংক্রান্ত সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার জন্যই তিনি যুক্তরাজ্যে অবস্হান করছেন।
