• ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার আবু বাসার মোঃ জাকির হোসেনের সাথে সুনামগঞ্জের কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার বলেন আমি যতদিন সুনামগঞ্জ জেলার দায়িত্বে থাকবো চেষ্টা করব সুনামগঞ্জের সুনাম অক্ষুন্ন রাখতে। সবাই কে সাথে নিয়ে সুনামগঞ্জ জেলার আইন শৃংখলার উন্নতি রাখাই আমার প্রধান কাজ। মাদক সহ অন্যান্য অপরাধ নির্মূল করতে পুলিশ জিরো টলারেন্স ভূমিকায় থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ সুন্দর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত করার জন্য আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল হাসান রাসেল,ডি আই ও ওয়ান আজিজুর রহমান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।