• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এআই সফটওয়্যার ব্যবহারের কারণে দেশ ও বিদেশ থেকে নির্বাচনে প্রভাব ফেলবে- এড.শিশির মনির

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫
এআই সফটওয়্যার ব্যবহারের কারণে দেশ ও বিদেশ থেকে নির্বাচনে প্রভাব ফেলবে- এড.শিশির মনির

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

আগামী নির্বাচনে এআই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দেশ ও দেশের বাহিরে থেকে মারাত্মক প্রভাব বিস্তার করবে নির্বাচন কমিশনের সামনে কঠিন চ্যালেন্জ রয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ ২ আসনের জামায়াতের প্রার্থী এড.শিশির মনির।

বৃহস্পতিবার রাতে শহরের কুটুমবাড়ি রেষ্টুরেন্টে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, সাংবাদিকরা তাদের সংবাদ করার আগে ভুল তথ্য গুলো যাচাই বাছাই করে বস্তুুনিষ্ট সংবাদ প্রচার করার অনুরোধ জানান তিনি। এছাড়াও সাগর রুণি হত্যাকান্ডের প্রতিবেদনের বিষয়ে নিয়ে বলেন আমেরিকায় থেকে ডিএন টেস্ট করানো হয়েছে। ১২-১৩ বছর হওয়াতে তথ্যপ্রমাণ গুলোতে মিলানো যাচ্ছে না।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের জামায়াতের প্রার্থী এড.শামসুদ্দিন সহ গণমাধ্যম কর্মীরা।