• ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভবিষৎ প্রজন্মের জন্য টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫
ভবিষৎ প্রজন্মের জন্য টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

সুনামগঞ্জ প্রতিনিধি:

১৯ নভেম্বর (বুধবার) পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে বেলা ৩.৩০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডঃ মোঃ কামরুজ্জামান এনডিসি। এছাড়াও বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর সদর কার্যালয়ের, ঢাকা গবেষণা কার্যালয়ের পরিচালক মুহাম্মদ সোলেমান হায়দার, প্রকৃতি সম্পদ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিকল্পনা বিষয়ক পরিচালক হাছিবুর রহমান, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ফেরদৌস আনোয়ার, প্রকৃতি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক উপ-প্রকল্প পরিচালক জাওয়াতা আফনান, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, ইউএনডিপি প্রতিনিধি আজাদ রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, খলিল রহমান, মুহাম্মদ আমিনুল হক, গিয়াস চৌধুরী, শহীদ নূর আহমেদ, টাঙ্গুয়ার হাওর রক্ষা কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান প্রমুখ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শাহেদা বেগম।