• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নরসিংপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ.কে এর কাউন্সিল সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫
নরসিংপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ.কে এর কাউন্সিল সম্পন্ন

নরসিংপুর ইউনিয়নের লন্ডন বসবাসরতদের নিয়ে গঠিত আর্তমানবতাধীন সংগঠন ❝নরসিংপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ.কে এর ২০২৫-২০২৭ সেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে গত ১১ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের রয়্যাল রেস্টুরেন্টে। পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভায় সোসাইটির বার্ষিক কর্ম পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির বিভিন্নস্থরের দায়িত্বশীল বৃন্দ।

উপস্থিত সকলের সম্মতিক্রমে জনাব আমরুদ আলীকে সভাপতি ও মাহবুবুর রহমানকে সেক্রেটারি নির্বাচন করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
২০২৫–২০২৭ সেশনের কার্যকরী পরিষদ নিম্নরুপ-
সভাপতি — আমরুদ আলী
সিনিয়র সহ সভাপতি — আমিরুল হক আমিন
সহ সভাপতি — আব্দুল কুদ্দুস
সহ সভাপতি — খলিলুর রহমান
অর্থ সম্পাদক — শফিকুর রহমান
সাধারণ সম্পাদক — মাহবুবুর রহমান
সহ সাধারণ সম্পাদক — মিছবাহুল ইসলাম
ফান্ড রাইজিং সম্পাদক — মনিরুজ্জামান সমুজ
প্রজেক্ট বিষয়ক সম্পাদক— নুরুল আমিন
সাংগঠনিক সম্পাদক — দেলোয়ার হোসেন
সহ অর্থ সম্পাদক — কবির হোসেন
সমাজ সেবা সম্পাদক — সুহেল রহমান
শিক্ষা সম্পাদক — আরশ সুমন
ধর্ম বিষয়ক সম্পাদক — আবদুস শুকুর মামুন
ক্রীড়া ও সংস্কৃতি — দেলোয়ার হোসেন (বীরেন্দ্র নগর)
ছাত্রকল্যাণ সম্পাদক — জাবের আলী
অফিস সম্পাদক — জহিরুল ইসলাম হৃদয়
প্রচার সম্পাদক — সাইয়েদ জাকারিয়া
দুর্যোগ ও ত্রাণ সম্পাদক — ইমরান হোসেন
সহ শিক্ষা সম্পাদক — আব্দুস সোবহান
নির্বাহী সদস্য — শাহ আলম
নির্বাহী সদস্য — মোশাহিদ আলী
নির্বাহী সদস্য— নুরুল আমিন (ঘিলাছড়া)

আল্লাহ পাক কবুল সবাইকে কবুল করুন- আমিন।