নরসিংপুর ইউনিয়নের লন্ডন বসবাসরতদের নিয়ে গঠিত আর্তমানবতাধীন সংগঠন ❝নরসিংপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ.কে এর ২০২৫-২০২৭ সেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে গত ১১ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের রয়্যাল রেস্টুরেন্টে। পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভায় সোসাইটির বার্ষিক কর্ম পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির বিভিন্নস্থরের দায়িত্বশীল বৃন্দ।
উপস্থিত সকলের সম্মতিক্রমে জনাব আমরুদ আলীকে সভাপতি ও মাহবুবুর রহমানকে সেক্রেটারি নির্বাচন করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
২০২৫–২০২৭ সেশনের কার্যকরী পরিষদ নিম্নরুপ-
সভাপতি — আমরুদ আলী
সিনিয়র সহ সভাপতি — আমিরুল হক আমিন
সহ সভাপতি — আব্দুল কুদ্দুস
সহ সভাপতি — খলিলুর রহমান
অর্থ সম্পাদক — শফিকুর রহমান
সাধারণ সম্পাদক — মাহবুবুর রহমান
সহ সাধারণ সম্পাদক — মিছবাহুল ইসলাম
ফান্ড রাইজিং সম্পাদক — মনিরুজ্জামান সমুজ
প্রজেক্ট বিষয়ক সম্পাদক— নুরুল আমিন
সাংগঠনিক সম্পাদক — দেলোয়ার হোসেন
সহ অর্থ সম্পাদক — কবির হোসেন
সমাজ সেবা সম্পাদক — সুহেল রহমান
শিক্ষা সম্পাদক — আরশ সুমন
ধর্ম বিষয়ক সম্পাদক — আবদুস শুকুর মামুন
ক্রীড়া ও সংস্কৃতি — দেলোয়ার হোসেন (বীরেন্দ্র নগর)
ছাত্রকল্যাণ সম্পাদক — জাবের আলী
অফিস সম্পাদক — জহিরুল ইসলাম হৃদয়
প্রচার সম্পাদক — সাইয়েদ জাকারিয়া
দুর্যোগ ও ত্রাণ সম্পাদক — ইমরান হোসেন
সহ শিক্ষা সম্পাদক — আব্দুস সোবহান
নির্বাহী সদস্য — শাহ আলম
নির্বাহী সদস্য — মোশাহিদ আলী
নির্বাহী সদস্য— নুরুল আমিন (ঘিলাছড়া)
আল্লাহ পাক কবুল সবাইকে কবুল করুন- আমিন।